Print Date & Time : 11 May 2025 Sunday 2:06 am

ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ক্ষুদ্র ব্যবসায়ী, অটোরিকশা ও বাস কাউন্টার থেকে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা প্রায় ৩০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

ভুক্তভোগীরা জানান, মহাসড়কের পাশে দোকান ও বাস কাউন্টার থেকে নিয়মিত দুইশত থেকে পাঁচশত টাকা চাঁদা দাবি করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগের সমর্থকেরা। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শ্রমিক নেতা হারুন অর রশিদ, সবুজ গাজী, নান্নু লাল, শরিফ হোসেন, আতিক বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। তারই প্রতিবাদে মানববন্ধন শেষে আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দুইপাশে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়।
পরে ভালুকা মডেল পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপ যান চলাচল স্বাভাবিক হয়। এই চাঁদাবাজির অবসান না হলে সামনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।