আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বুধবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকার হাজীবাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা মডেল থানা পুলিশের একটি দল রাতভর স্কয়ার মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় টহলে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাড়াগাঁও বড়চালা হাজীবাড়ি মোড় এলাকায় একটি পিকআপযোগে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৩), এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. আনসার আলীর ছেলে মো. ফারুক মিয়া (২১)।
এ সময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ (রেজি নম্বর: দিনাজপুর-ন-১১-০২৫২), একটি ধারালো দা, করাত, কাটার, লোহার পাইপ, দুটি চায়না টর্চ লাইট, একটি হেস্কো ব্লেড, একটি লোহার লিবার এবং একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। বিশেষ করে গরুবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহনে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করতো তারা।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Discussion about this post