আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাড়ী বাড়ী গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শেষে, শুরু হয়েছে ছবি তোলার কার্যক্রম, নতুন ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে ছবি তোলে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নতুন ভোটারদের আমন্ত্রণ জানতে পানি ও বিস্কুট বিতরণ করেছেন তরুণ রাজনীবিদ শাহীন।
রবিবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের মাঠে দেখা যায়, নতুন ভোটারদের উপস্থিতি সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও চেহারায় বিরক্তির ছাঁপ নেই। আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রবল আকাঙ্খা যেনো সবার প্রাণে প্রাণে।
এ সময় ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরামুল ইসলাম শাহীন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা নতুন ভোটারদের পানি ও বিস্কুট বিতরণ করেন। শাহীন বলেন- নতুন ভোটারদের আমন্ত্রণ জানতে এই উদ্যোগ। উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা জানান, এবারের ভোটার তথ্য হালনাগা কর্মসূচিতে ভালুকায় পনের হাজারের বেশি নতুন ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার সম্ভবনা রয়েছে।