Print Date & Time : 22 August 2025 Friday 10:16 pm

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় সুফিয়া খতুন (৬২) ও মিঞ্জু আক্তার (৩২) নামে দুই নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও সাত জন।

শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের রাংচাপড়া ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সৈলাট গ্রামের সাহেব আলীর স্ত্রী ও মিঞ্জু আক্তার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আতরা হলেন
আহতরা হলেন শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫), একই উপজেলার শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০), গফরগাঁও পাগলা থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫), একই থানার মৃত হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘা গ্রামের খোজাম্মেল ইসলামের ছেলে হাসানুল ইসলাম (৪০), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আসাদুজ্জামানের শিশু ছেলে ফুয়াদ (০৪)