আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা ডিগ্রী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক, শহীদুল আমীন খসরু।
সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান মজু, উসমান গণি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, রুহুল আমিন, নার্গিস আক্তার, আহসান উল্লাহ খান রুবেল প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মাঝে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, স্বেচ্ছাসেবক দলনেতা কায়সার আহমেদ কাজল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।