আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সম্প্রতি একটি গণমাধ্যমে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজ্বী শহিদুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা বানোয়াট ও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সরজমিন গিয়ে জানা যায়, জনৈক তরিফ উল্লাহ গত ২২-০৪-২০১৮ ইং তারিখে ৩৩২৮ নং দলিল মূলে সাইফুল ইসলামের কাছে ১১ একর ৩২ শতাংশ জমি বিক্রি করেন, দীর্ঘদিন ভোগদখল থাকাবস্তায় ০৫/০৭/২২ইং তারিখে ৪৯১০ ও ৪৮৯৬ নং দলিলে ০২ একর ৩২ শতাংশ জমি সাইফুল ইসলাম বিক্রি করে দেন আলহাজ্ব শহিদুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান মুরাদের কাছে। কিছুদিন পর তরিফ উল্লাহ ওই জমির উপর মামলা নং ২০/২৪ (অন্যপ্রকার) মামলা দায়ের করেন। সে মোতাবেক আদালত তরিফ উল্লাহর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, পরবর্তীতে আদালত সর্বসাকুল্য কাগজপত্র পর্যালোচনা করে তরিফ উল্লাহর পক্ষের ওই আদেশটি বাতিল করে দেন। এতেই প্রমাণিত হয় যে তরিফ উল্লাহর সাথে হাজ্বী শহিদুল ইসলামের কোন সম্পৃক্ততা নেই।
প্রকাশিত খবরটিকে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত দাবি করেছেন হাজ্বী শহিদুল ইসলাম। তিনি বলেন, ৯০ দশক থেকে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সক্রিয় রাজনীতি শুরু করে ছাত্রদল, যুবদল ও বর্তমানে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। দলের দায়িত্ব পালন করার সুবাদে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ভালুকা উপজেলা সহ বিভিন্ন থানায় তার নামে ১৫/২০টি রাজনৈতিক মামলা হয়েছে এবং এসব মামলার কারণে ৩/৪ বার তিনি কারাভোগ করেছেন।
গত ৫ই আগষ্ট স্বৈরাচার হাসিনা পতনের পর থেকে কিছু দলীয় পদধারী চাঁদাবাজ আমার ইউনিয়নে বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজি, হুমকি দিয়ে ফ্যাক্টরীর সামনে সন্ত্রাসী নিয়ে মহড়া দিচ্ছিলো। দলীয় সিদ্ধান্ত চাঁদাবাজদের বিরুদ্ধে থাকায় এবং শিল্প মালিকদের অনুরোধে চাঁদাবাজদের কোন প্রকার সহযোগীতা না করে এবং তাদের বিরুদ্ধে অবস্থানের কারণে কিছু লোক তার বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক মাধ্যমে ভিত্তিহীন ভিডিও ছড়াচ্ছে।
হাজ্বী শহিদ আরও জানান, জনৈক তরিফ উল্লাহর সাথে তার কোন প্রকার ঝামেলা নেই। একটি প্রতিপক্ষ তাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য, চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগসাজশে তার বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকগণকে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান।
Discussion about this post