আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ থেকে ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।
সোমবার (২৫আগষ্ট) সকাল থেকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের পাশের শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানেই আমাদের এই উচ্ছেদ অভিযান। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।’
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো.মোফাকখারুল ইসলাম তুহিন বলেন, ‘এই মহাসড়কের বাজার সংলগ্ন অংশগুলোতে নিয়মিতভাবে যানজট সৃষ্টি হয়। মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে সেজন্য নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির সহ সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Discussion about this post