Print Date & Time : 11 May 2025 Sunday 12:43 pm

ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় নিজস্ব অর্থায়নে সাতশতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ড ফাজিল মাদ্রাসা মাঠে ওই কম্বল বিতরণ করেন আলহাজ্ব হাতেম খান।

তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দারিয়েছেন। পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে মোট সাত হাজার কম্বল বিতরণ করবেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুন্ম আহ্বায়ক জহির রায়হান, তাহের আলী ফকির, স্বপন বণিক, পৌর বিএনপির সদস্য আতাউর রহমান, আবুল বাশার, অধ্যাপক হাসান আলী, সাবেক কমিশনার সাইদুর রহমান, আলহাজ্ব মোঃ এমদাদুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা।