আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ ময়মনসিংহেরর ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় এমদাদুল হক আকন্দ (৫০) নামে ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৭মে) দুপুরে উপজেলার হাজীরবাজার এলাকায় মেসার্স নেছার সেনিটারি এন্ড টাইলস গ্যালারীর সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশা চালক মোঃ উজ্জ্বল ফকির (৪৫) গুরুতর আহত হয়েছেন।
নিহত এমদাদুল হক আকন্দ উপজেলার আখালিয়া হাজীরবাজার গ্রামের মনতাজ আলী আকন্দের ছেলে।
নিহতের ছেলে সালাউদ্দিন জানায়, ময়মনসিংহগামী আকিজ গ্রুপের স্টাফবাহী একটি বাস ঢাকা মেট্টো-১১- ০৩৭১ বেপরোয়া গতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজীরবাজার এলাকায় পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক মোঃ উজ্জ্বল ফকির ও অটোরিকশার যাত্রী এমদাদুল হক আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক এমদাদুল হক আকন্দকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যান। আহত উজ্জ্বল চিকিৎসাধীন অবস্থায় আছে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, আকিজ গ্রুপের একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post