আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের সাথে এনা পরিবহনের বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই এনার ড্রাইভার স্বপন হোসেন (৫৫) মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাংঘর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর ঢালীবাড়ী মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন করার সময় ঢাকাগামী বালু বোঝাই একটি ট্রাকের মাঝবডিতে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস মেরে দিলে এনার ড্রাইভার স্বপন হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ সময় এনা বেশ কয়েজন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, বালু বোঝাই ট্রাকের সাথে এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষে এনার ড্রাইভার নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে। ট্রাক ও বাস পুলিশ হেফাজতে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দৈনিক দেশতথ্য//এইচ//