Print Date & Time : 26 August 2025 Tuesday 2:19 pm

ভালুকা মডেল থানায় সেবা কার্যক্রম শুরু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বেশ কিছুদিন কর্ম বিরতির পর ময়মনসিংহের ভালুকা মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২আগষ্ট) সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, তারা দেশের উদ্ভুত পরিস্থিতিতে সকল অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন। আজ হতে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি পালন ও সেবা কার্যক্রম পুরোদমে শুরু করেছেন।

তিনি আরোও জানান সোমবার থানা পরিদর্শনে আসা ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জনগনের নিরাপত্তা বিধান সহ কোন প্রকার হয়রানির শিকার যাতে না হয় সে দিক লক্ষ রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।

এ সময় পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম, কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।