নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিনের আলোয় এক হত দরিদ্র তাঁতীর বসত বাড়ী সংলগ্ন পৌত্রিক জম দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত দরিদ্র ওই তাঁতীর লক্ষাধীক টাকার ইট ও বালি দখলদারেরা ট্রাকে করে নিয়ে গেছে।
শনিবার সকালে উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুর গ্রামে জমি দখলের ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, কমলাপুর শাহী সমজিদ সংলগ্ন পৌত্রিক সূত্রে পাওয়া জমিতে তাঁতী রেজাউল-রবিউলদের বসত বাড়ি। এলাকার তোফাজ্জেল হোসেন এ জমির মালিকানা দাবি করে দখল নেবার চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার সকালে ভারাটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই তাঁতীর বসত ঘরের পাশ থেকে প্রায় ২ শতাংশ জমি দখলে করে নেয় তোফাজ্জেলেরর লোকেরা। এ ঘটনায় ভুক্তভোগীরা খোকসা থানায় অভিযোগ করেছেন।
জমির একাংশের মালিক আলাউদ্দিন বিশ্বাস জানান, এই একচিলতে জমিতে ভাই ভাতিজাসহ তিনি বসবাস করে আসছেন। কিন্তু শনিবার সকালে লোকজনের শোর গোল শুনে তিনি বাড়ির বাইরে আসেন। এ সময় তোফাজ্জেল হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর ৪০/৫০ জন লোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তার জমির উপর দাড়িয়ে ছিল। সন্ত্রাসীরা কয়েকটি ট্রাকে করে তার ভাতিজা রেজাউলের রাখা ৭ হাজার ইট ও কয়েক ট্রাক বালি নিয়ে যায়। একই সাথে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে নতুন করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে জমি দখল নেয়। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
আলাউদ্দিন বিশ^াসের ভাতিজা রেজাউল বলেন, প্রায় চার বছর আগের থেকে তোফাজ্জেল এই জমি দখল করার চেষ্টা করছে। কিছুদিন আগে পৌরসভা থেকে এই জমি মেপে ফরোয়ার্ড করে দিয়েছে।
এ বিষয়ে তোফাজ্জেল হোসেন বলেন, বিবাদপুর্ণ জমি তার মায়ের নামীয়। প্রতিপক্ষ কয়েক বছর ধরে অবৈধ ভাবে তার জমি দখল করে রেখেছিল। শনিবার তারা সেই জমি দখল মুক্ত করেছেন।
এসআই রাজিব বলেন, ওসি তাকে বির্তকিত জমি থেকে রেজাউল রবিউলদের বালি সরাতে নির্দেশ দেয়। তখন বালি সরালে দখল হত না। তারা কথা শোনেনি। এখন কি হয়েছে তা জানিনা, পার্টিকে কোর্টে যাওয়ার পরামর্শ দেন। সাংবাদিককে ওসির সাথে কথা বলার পরামর্শও দেন।
প্রিন্ট করুন
Discussion about this post