ছাব্বির কুমারখালীঃ লকডাউন ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় কুষ্টিয়ার কুমারখালীতে ভিশন ও ওয়াল্টন শোরুমসহ ৭ প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জুলাই) দুপুরে কুমারখালীর বাসস্ট্যান্ড, পৌরবাজার ও হলবাজার এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।
অপরদিকে একইদিন সকালে পৌরবাজারে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এসময় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মামলায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও।
এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল বলেন, লকডাউন অমান্য করায় ভিশন ও ওয়াল্টন শোরুমকে ১০ হাজার করে ২০ হাজার টাকাসহ নবমদিনে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post