Print Date & Time : 25 August 2025 Monday 12:33 am

ভুটানে বানিজ্য সচিব পর্যায়ে প্রতিনিধি দল

পাটগ্রাম লালমনিরহাট নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ-ভুটান নবম বাণিজ্য সচিব পর্যায়ের সভায় যোগ দেয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল বুড়িমারী স্থলবন্দর, পুলিশ ইমিগ্রেশন হয়ে ভুটানে গমন।

২২ এপ্রিল সোমবার দুপুরে বুড়িমারী ইমিগ্রেশনে প্রয়োজনীয় কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।

জানা গেছে, আগামী ২৪ ও ২৫ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী সভায় যোগ দেয়ার জন্য পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এসময় অন্যান্য সদস্যরা হলেন- ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের মহাপিচালক এ.টি.এম রকিবুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শরীফ রায়হান কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস আন্তর্জাতিক ব্যবসা ও চুক্তি বিষয়ক দ্বিতীয় সচিব ওমর মবিন।
প্রতিনিধি দলের সদস্যগণ উপজেলা প্রশাসন, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে মিলিত হন। এতে অন্যান্যদের মধ্যে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম , শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান, স্থলবন্দর কর্তপক্ষের সহকারি পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান এবং পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা উপস্থিত ছিলেন। উক্ত প্রতিনিধি দল ২৬ এপ্রিল সকালে কোলকাতা থেকে বিমানে ঢাকা ফিরবেন বলে জানা গেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//