বিশেষ প্রতিনিধি ॥ আদালতের নির্দেশ অমান্য করে বির্দপে ভুমিদস্যু মুন্না অন্যের জমিতে বসতী নির্মাণ করে আসছে বলে অভিযোগ উঠেছে। তথ্যনুসন্ধ্যানে জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে মাত্র এক কিলোমিটার উত্তর দিকে হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে ভুমিদস্যু সন্ত্রাসী মুন্না জোরপূর্বক জমি দখল করে বসতী নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে । এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে , উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে যে কোন মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে সচেতন মহল নির্ভরযোগ্য একটি সূত্র জানায় গত রোববার খালেদা বেগম বাদী হয়ে তহিদুল ইসলাম মুন্না (৩২) ও মিনাজ উদ্দিন এর বিরুদ্ধে কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন আসামিরা শক্তিশালী হওয়ায় জমির মালিক গন সেখানে যেতে পারছে না বলে বাদী পক্ষ মামলার নথিতে এমন তথ্য দিয়েছেন । অপর একটি সূত্র জানিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রথম পক্ষের নালিশি জমিতে শান্তি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন এবং দ্বিতীয় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলেছেন । এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুর আনুমানিক সাড?ে তিনটার সময় কুষ্টিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে একটি সূত্র জানিয়েছেন । এদিকে আদালত নির্দেশনা দেওয়ার পরেও ভুমিদস্যু মুন্না সেই নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পেশি শক্তি খাটিয়ে জোড় পূর্বক জমি দখল করে বসতি নির্মান কাজ অব্যাহত রেখেছে। জানা গেছে ভুমিদস্যু তৌহীদুল ইসলাম মুন্না (৩২) হাটশ হরিপুর মৃত রহিম পরামানিকের ছেলে ভুমিদস্যু মুন্নার বিরুদ্ধে অন্যের জমিজবর দখলের একাধিক অভিযোগ রয়েছে ! সচেতন মহল মনে করেন এই ভুমিদস্যু সন্ত্রাসী মুন্নাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে কুষ্টিয়া পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ জরুরী !

Discussion about this post