মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের যমুনা নদীর ভূঞাপুর অংশের পার ঘেষে গড়ে উঠা অবৈধ বালু ঘাটে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম থামছেই না। আওয়ামী লীগ সরকার পতনের পর পরই সবকটি ঘাট দখল নেয় বিএনপি পন্থীরা। আবার কোনো কোনো ঘাটে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে নিয়েও বালু ঘাট দখলে নেওয়ার চেষ্টা করছে।
যমুনা নদীর পুর্বপাড়ে ভূঞাপুর অংশে জিগাতলা থেকে যমুনা সেতু হার্টপয়েন্ট পর্যন্ত ছোট বড় মিলে প্রায় ১৩টি বালু বিক্রির ঘাট রয়েছে।
এখান থেকে সারা বছর প্রশাসন কে ম্যানেজ করে অবৈধভাবে বালু বিক্রি করে থাকে। এই ঘাট দখলকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রাণহানির মত ঘটনা ঘটেছে।
গত ৫ আগস্টের ঘটনার পর স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতরা গা ঢাকা দিলে বন্ধ হয়ে যায় বালু উত্তোলন ও বিক্রি। কিছু দিন বন্ধ থাকায় স্থানীয় বিএনপির কিছু নেতা কয়েকটি ঘাট দখল করে বালু বিক্রি করছে।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ জানান, অবৈধ বালু ঘাট বন্ধ করতে বার বার সেনাবাহিনী টহল দিচ্ছে, এসিল্যান্ড গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করছে। তার পরেও প্রশাসনের নজরদারির আড়ালে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা মনে করছে সব যায়গায় সংস্কারের ছোঁয়া লাগলেও এই অবৈধ বালু ঘাটে পুরোনো পদ্ধতিতে চলছে। শুধু দল পরিবর্তন হয়েছে। নতুন করে দফায় দফায় আসছে দখলদাররা। এখনই প্রশাসনের কঠোর নজরদারি না হলে ঘটে যেতে পারে প্রাণহানির মত ঘটনা।

Discussion about this post