Print Date & Time : 25 August 2025 Monday 8:40 am

ভূঞাপুরে পাগলা কুকুরের আক্রমণে ১৬ জন আহত 

মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ভূঞাপুরের পৌর এলাকা ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ও বিরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । আহতদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন, ভূঞাপুর পৌর এলাকার বীরহাটি গ্রামের আব্দুল হালিম (৩৮), বামন হাটা গ্রামের জহুরুল ইসলাম (২৩), ফসলান্দি গ্রামের আতিকুর রহমান (৩৮), পশ্চিম ভূঞাপুর গ্রামের লিলি বেগম (৩০), ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের কেরামত আলী (৬৫), স্কুলছাত্রী জুই খাতুন (৯), পৌরসভার বেতুয়া এলাকার জহুরা (৫০) এবং নিকরাইল এলাকার নাসিমা বেগম (৪৫)। অন্যান্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইফাত ফারজানা জানান, কুকুরের আক্রমণে শিকার হয়ে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুত্বর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে রোগীদের কিনে আনতে হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২০,২০২৪//