Print Date & Time : 23 August 2025 Saturday 6:43 am

ভূঞাপুরে ভাঙনের থাবায় নিঃস্ব নদী তীরবর্তী মানুষ

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল): গত কয়েকদিনের যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে চরম হতাশায় দিন পার করছেন নদী তীরবর্তী শতশত মানুষ।

বৃহস্পতিবার (৪ জুলাই) যমুনার ভূঞাপুর অংশে নিকরাল ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় সরজমিনে দেখা যায় ভাঙন অব্যাহত থাকায় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিত এলাকার লোকজন।

বসতভিটা হারিয়ে নদী পাড়ে বসে অসহায়ের মতো শুধু চোখের জল ফেলছেন। নিঃস্ব লোকজনের নিজস্ব কোন জায়গা না থাকায় রাস্তার পাশে উঁচু স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। যমুনার এমন ভাঙেন হুমকিতে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা ও আধ-পাকা সড়ক, গাইড বাঁধ, ভূঞাপুর- বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক, বসত-বাড়ি,
মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, যমুনা পূর্ব পাড়ে ভাঙনের খবর পেয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, খুব শীঘ্রই ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//