মোহাম্মদ সোহেল ভূঞাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ভূঞাপুরে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিভ্রান্তিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের কাছে বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রথম রোজা বলে স্কুল বন্ধ করে দিয়েছে জানান।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি স্কুল বন্ধ রেখেছে। টেপিবাড়ি, বাগবাড়ি, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়টি প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
তারা জানান, আজ প্রথম রমজান তাই সংরক্ষিত ছুটি দিয়েছেন। এতে করে বিভ্রান্তিতে পড়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। অপরদিকে প্রতিষ্ঠান খোলা থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি একেবারেই নগণ্য দেখা গেছে। ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জানা গেছে, প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বন্ধের সরকারি কোন নির্দেশনা নাই তাই বন্ধ রাখার নির্দেশনা নাই। রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষা বিভাগ ও হাইকোর্টের রায়ে বিভ্রান্তিতে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। মঙ্গলবার পুনরায় হাইকোর্টের চুড়ান্ত৷ রায়ে বিভ্রান্তির অবসান হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post