মোহাম্মদ সোহেল,ভূঞাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ভূঞাপুর বাজারের হোটেলে দুর্বৃত্তের হামলায় ভাঙচুরের সময় ১জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঝগড়া করতে নিষেধ করায় ভূঞাপুর বাজারে ফেরদৌসের হোটেলে হামলা চালিয়ে খাদ্যদ্রব্য উপরে ফেলে, থালাবাসন ভাঙচুর করে, হোটেলে কর্তব্যরত কর্মচারী ফিরোজ নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।
হোটেলে থাকা সকল খাদ্য সামগ্রী মাটিতে ফেলে চলে যায় দুর্বৃত্তরা।
ফিরোজ উপজেলার ধুবলিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তাকে আহত অবস্থায় প্রথমে ভূঞাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তার অবস্থার অবনতি হলে পরে টাঙ্গাইল সেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষণিক ভাবে ভূঞাপুর বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনা স্থলে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ভূঞাপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক আরজু বলেন, এ ঘটনায় বাজার সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শুক্রবার শালিশী বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post