Print Date & Time : 14 September 2025 Sunday 7:03 am

ভূঞাপুরে ১৬৪ জন সোলার ব্যবহারকারীর ঋণ মওকুফ

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৬৪ জন উপকার ভোগী পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে সোলার প্যানেল ব্যবহারকারীদের ১০ লাখ ৪৬ হাজার টাকা বকেয়া মাপ করে দিল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ে এক গণ শুনানির মাধ্যমে উপকার ভোগীদের জানানো হয়। উপজেলার বিভিন্ন হত দরিদ্র কিছু লোক এই প্রতিষ্ঠান থেকে কিস্তিতে টাকা পরিশোধের শর্তে সোলার প্যানেল ক্রয় করে ব্যবহার করে আসছে। সোলার প্যানেল বিতরণকারী প্রতিষ্ঠান ইডকল গত জুন মাস থেকে বকেয়া টাকা আর দিতে হবে না মর্মে একট পরিপত্র জারি করে। এ উপলক্ষে একটি গণশুনানির আয়োজন করে উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। এতে
সভাপতিত্ব করেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনর টাঙ্গাইলের উপ পরিচালক মোঃ শফিকুল আলম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনর ব্যবস্থাপনা পরিচালক সাবেক সচিব মুহাম্মদ মউদদউর রশীদ সফদার, পিডিবিএফ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সাংবাদিক মোঃ মিজানুর রহমানসহ উপকার ভোগী সদস্য সদস্যাবৃন্দরা।

দৈনিক দেশতথ্য//এইচ/