Print Date & Time : 10 May 2025 Saturday 3:11 pm

ভূমি অফিসের অফিস সহায়ক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন 

কুমারখালী প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালে জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুর রাজ্জাক হত্যার বিচারের দাবীতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার সকালে এলাকাবাসীর আয়োজনে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামে কোমরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নিহত আব্দুর রাজ্জাকের ছেলে মো.  রাশেদুল ইসলাম রাশেদ জানান, তার বাবার হত্যাকারীরা বিভিন্ন সময় তাদের হুমকি ধামকি প্রদর্শন করছেন তার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবী করেন তিনি। 

এসময় মানববন্ধনে মজি হোসেন, আব্দুর রশিদ, কামাল শেখ, সোনায় মৃধা, হাসানুর রহমান হাসান শেখ, জাফর শেখ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এহ/09/11/24/ দেশ তথ্য