ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের রায়টা, আড়কান্দি, মাধবপুর ও গোসাইপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষি কৃষক পরিবারকে খাদ্য সামগ্রী (ছোলা, মুড়ি, সিমাই, চিনি, চাল), বস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে মাধবপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ শত পানচাষি কৃষক পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহবুব উল আলম হানিফ।
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া- ২ (ভেড়ামারা- মিরপুর ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু্ল কাশেম জোয়ার্দার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা- দৌলতপুর) সার্কেল মহসীন আল মুরাদ মিয়া।
এছাড়াও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
উল্লেখ্য, গত ১০ই মার্চ বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী-তীরবর্তী রায়টা, নিশ্চিন্দ্র পাড়া, মাধবপুর, গোসাইপাড়া গ্রামের পানবরজে অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজারের বেশী পানচাষি ক্ষতিগ্রস্ত হয়। এসময় পানের বরজ, গম, কিছু বাড়িঘর সহ অন্যান্য ফসল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি বলে স্থানীয়রা জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ মার্চ ২০২৪

Discussion about this post