জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৭ শে আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেশন সভা কক্ষে মাসিক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার শাম্মী শিরিন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

Discussion about this post