কুষ্টিয়ার ভেড়ামারার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রকৃতি ফাইন আর্টস স্কুলের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান, আদর্শ কলেজের প্রভাষক নাজমুল আলম স্বপন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল আসাদুজ্জামান জুয়েল, সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজাউল করিম, কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজামাম ।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক পবন, রনিসহ সাংবাদিকবৃন্দ ও অভিভাবকগন সহ কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন, প্রকৃতি ফাইন আর্টস স্কুলের পরিচালিকা আইরিন রহমান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুল হাকিম।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ ডিসেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post