জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডুর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ই অক্টোবর) দুপুর ১২ টায় ছাত্র জনতার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হয়। পরে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা সাংবাদিক জাহিদ হাসানকে জানান, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু স্যার যোগদানের কিছু দিনের মধ্যেই তার নিজ গুণে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। উপজেলাবাসী একজন সজ্জন, কর্মঠ, জনবান্ধব ও দক্ষ অফিসারকে হারাতে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনি সমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বিভিন্ন সামাজিক সংগঠন বা তরুণ শক্তিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম ভূমিকা রেখেছেন। তিনি সাহসী, চৌকস, সৎ, ন্যায়পরায়ন জনবান্ধব মানুষ। নিম্নশ্রেণি থেকে উচ্চপদস্থ মানুষ খুব সহজে তার কাছে যেত পারতো। কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে ছুটে যেতেন। তার বিচক্ষণতাই আজ ভেড়ামারাতে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নেই বললেই চলে। ৫ই আগস্ট ভেড়ামারাতে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে তার অবদান অপরিসীম। সুতরাং আমরা ভেড়ামারা ছাত্র জনতা তার বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ইউএনও মেহেরপুর সদরে বদলির আদেশ হয়েছে। শিক্ষার্থীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড বলেন, আমার বদলি আদেশ হয়েছে। কিন্তু এখনও রিলিজ আদেশ হাতে পাইনি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। যেখানে আদেশ হবে যেতে হবে এটাই নিয়ম। শিক্ষার্থী ও ভেড়ামারার মানুষের ভালোবাসা পেয়েছি এটি ভুলবার নয়। বদলীর বিষয়ে সরকারের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বলে তিনি জানান।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুকে বদলি করে মেহেরপুর সদর উপজেলায় যোগদানের আদেশ জারি করা হয়েছে এবং নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন যশোর কেশবপুরের তুহিন হোসেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ সেপ্টেম্বর ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post