ভেড়ামারায় আওয়ামী নেতা শফিউল ইসলাম কুব্বাত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১৬ রমজান, ১৪৪৪ হিজরী, ৮ এপ্রিল ২০২৩ইং রোজ: শনিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউল ইসলাম কুব্বাত এর সভাপতির তার নিজ বাসভবনে গতকাল বাদ আছর দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আনোয়ার আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সাবেক এমপি রেজাউল চৌধুরী, মুতাসছিম বিল্লা, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্যানেল মেয়র নাইমুল হক, কাউন্সিলর টমা, সেলিম খানসহ উপজেলার পুরাতন নতুন নেতাকর্মী বৃন্দ। ইফতার মাহফিল নয় দীর্ঘদিন নেতাকর্মীরা একত্রিত হওয়ায় মনে হলো এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ এপ্রিল ২০২৩

Discussion about this post