Print Date & Time : 11 September 2025 Thursday 8:21 pm

ভেড়ামারায় উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ রোববার বিকেলে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল আনুমানিক পাঁচটার সময় ভেড়ামারা ডাকবাংলো চত্বরের সামনের রাস্তায় মিছিল শুরু হয়। মিছিলটি চৈতন্যের মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

আজকের বিক্ষোভ কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুল, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলায়মান চিশতী প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নৈরাজ্য বিশৃঙ্খলা অগ্নিসংযোগ প্রভৃতির প্রতিবাদে আজকের এই কর্মসূচি পালিত হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুলাই ২০২৩