জাহিদ হাসান(ভেড়ামারা)
কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ধরমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাজেদুর রহমান সান্টু, রোজি খাতুন ও বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ ফেব্রুয়ারি ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post