ভেড়ামারায় মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি করায় উপজেলা ওলামা পরিষদ ও তাওহিদী জনতা আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে এবং ভারতীয় পণ্য বর্জনের দাবিতে উপজেলা ওলামা পরিষদ ও তাওহিদী জনতার উদ্যোগে শনিবার বিকেলে ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল ও সমাবেশে নূপুর শর্মা গংদের ফাঁসির দাবী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ ধর্মপ্রান হাজার হাজার মুসলমানগন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post