Print Date & Time : 23 August 2025 Saturday 10:42 pm

ভেড়ামারায় চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রকাশিত সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া’ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

শুক্রবার ভেড়ামারা শহরের মধ্য বাজার হালিম বিশ্বাস সুপার মার্কেট চেতনায় কুষ্টিয়া মিডিয়া লি: কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কাটা হয়।

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে চেতনায় কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল আলিমের সসঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার ওসি (তদন্ত)  লুৎফর রহমান, ভেড়ামারা বিজেএম কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আয়ুব আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি আ: মান্নান, সাধারন সস্পাদক শাহেদ আহমেদ গামা, ডা: কামরুল ইসলাম মনা, প্রভাষক সাইফুল ইসলাম, বাবলু মোন্তাফিজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, সাথী ক্রপের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, পৌরসভার কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, শাহিনুর রহমান শাহিন প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৭জুন ২০২৪