জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপি’র শত শত ছেলেদের গুম, হত্যা সহ কোথায় যে হাওয়া করেছে কেউ তা বলতে পারে না। এখনো তাদের কোন খোঁজ পাইনি তাদের পরিবার। আওয়ামী লীগ সরকার প্রতিবার জালিয়াতি করে ক্ষমতায় এসেছে।
অবশেষে ২০২৪ সালে নির্বাচনে প্রতিপক্ষ না পেয়ে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে লোক দেখানো নির্বাচন করেছে।
গতকাল বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউপির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ও বিএনপির সভাপতি জননেত্রী বেগম খালেদা জিয়া সহ ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
কিন্তু বাঁচানোর মালিক একজন আছেন মহান রাব্বুল আলামিন। তিনি সর্বদা তাদের রক্ষা করেছেন। অবশেষে ব্যর্থ হয়ে নিজের দল ত্যাগ করে ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে এবং সেখানে বসেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে।
ধরমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ মিন্টু, ধরমপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি শরিয়ত উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড, বকুল আলী, কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য মোঃ শফিকুল ইসলাম, ভেড়ামারা উপজেলার যুবদল যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মহন, ভেড়ামারা উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ওলিউল্লাহ ওলি, ভেড়ামারা উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাহাজুল ইসলাম, রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা জিয়া প্রজম্ম দলের সাধারণ সম্পাদক নয়ন হোসেন, কুষ্টিয়া জেলা জিয়া প্রজম্ম দলের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ নোবেল, ভেড়ামারা উপজেলা যুবদল আহবায়ক সদস্য ও কুষ্টিয়া জিয়া সাইবার ফোর্স সহ সভাপতি মিলন খান প্রমূখ।
এহ/07/11/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post