Print Date & Time : 24 August 2025 Sunday 12:18 pm

ভেড়ামারায় জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২রা জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, সাবেক জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, গ্রাম দলনেত্রী পারভীন, প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে খায়রুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শেষে ঋন সদস্যদের মাঝে ঋণের টাকা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।