Print Date & Time : 22 August 2025 Friday 10:15 pm

ভেড়ামারায় জামায়াত ইসলামির শান্তি সমাবেশ

জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) :কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জামায়াত ইসলামি ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ আগষ্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সিএনজি স্ট্যান্ডে বিকেল ৪টায় চলমান পরিস্থিতে নিয়ে এ শান্তি সমাবেশ যোগ দেন।

উক্ত সমাবেশে ভেড়ামারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামির নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক কল্যান সম্পাদক ড. অধ্যাপক মাওলানা মোঃ নূরুল আমিন (জসিম)।

ভেড়ামারা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারিক আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া জেলা শাখার সাবেক ছাত্র শিবির মাহাফুজ রহমান, ভেড়ামারা উপজেলা শাখার সেক্রেটারি রুস্তম আলী, উপজেলা বাইতুল মালের সেক্রেটার তারেক রহমান, ভেড়ামারা চাঁদগ্রাম ইউপির আমির রবিউল ইসলাম, বাহিরচর ইউপির আমির শফিকুল আলম, ধরমপুর ইউপির আমির শহিদুল ইসলাম, মোকারেমপুর ইউপির আমির সাইদুল ইসলাম, বাহাদুরপুর ইউপির আমির আব্দুল আহাত, জুনিয়াদহ ইউপির আমির আব্দুল আল মামুন, পৌর শাখার আমির হাবিবুর রহমান, পৌর শাখার সহ সেক্রেটার ইমদাদুল হক সাগর প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান অবস্থায় কোন ধরনের সহিংসতায় না জড়িয়ে শান্তি পূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।

এছাড়াও অন্য কোন দলের সমাজ বিরোধী কোন ব্যক্তি জামায়াতের মধ্যে ঢুকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জানমালের ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের জন্য গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।

দেশতথ্য//এইচ//