Print Date & Time : 21 August 2025 Thursday 3:29 am

ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন প্রশিক্ষণ সভা

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন প্রশিক্ষণের সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ই আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে Gavl path unicep world health organlzation bangladesh এর সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বেসরকারিভাবে টাইফয়েডের এই টিকা বিভিন্ন কোম্পানি বাজারজাত করেছেন। এই প্রথম সরকারিভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ থেকে ১৫ বছর ছেলে মেয়েদের টাইফয়েড টিকা সুবিধা গ্রহণ করতে পারবে। ভেড়ামারা উপজেলা মোট ৫৩ হাজার ৪ শত ৮০ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিন্ডারগার্ডেন স্কুল, মাদ্রাসার ছাত্র পাবে -১৫৭৯৫ জন। ছাত্রী পাবে -১৬৯৩৩ জন। কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হবে -২০৭৫২ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা।

তিনি আরো বলেন, এই টিকা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে এবং পেপার পত্রিকা মাইকিং এর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। এই টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাস ব্যাপী চলবে।

অনুষ্ঠানের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মো: লতিফুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আসিফ সিদ্দিকী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস সহ ডাক্তার ও সিনিয়র নার্সরা এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন প্রশিক্ষণ সভায় অংশগ্রহণ করেন।