Print Date & Time : 25 August 2025 Monday 4:13 am

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ জিয়া (৩৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল কুষ্টিয়া স্যারের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা কুষ্টিয়ার নেতৃত্বে এসআই মোঃ হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ইং-০৩/০২/২০২৪ তারিখ ভেড়ামারা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন সাতবাড়িয়া মধ্যপাড়া গ্রামস্থ জনৈক হাবিবুর রহমান (৭০), পিতা-মৃত বাবর আলী বিশ্বাস এর বাগান বাড়ির উত্তরে পুকুরের পশ্চিম পাড়ে বাঁশঝাড়ের নিচ হতে ৪৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় আসামী মোঃ জিয়া বিয়াদ(৩৩), পিতা-মৃত গাজী শেখ, মাতা-মোছাঃ আশরাফুন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- সাতবাড়িয়া (মধ্যপাড়া) , উপজেলা/থানা- ভেড়ামারা, জেলা -কুষ্টিয়ার বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলার নাম্বার ০৬, তারিখ ০৩/০২/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক) রুজু করা হয়েছে।তিনি আরো জানান, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ ফেব্রুয়ারি ২০২৪