Print Date & Time : 27 August 2025 Wednesday 10:19 pm

ভেড়ামারায় ট্রলির চাপায় শিশু নিহত

কুষ্টিয়া ভেড়ামারার উপজেলার ধরমপুর ইউনিয়নের পাাটুয়াকান্দি গ্রামে স্যালো ইঞ্জিনচালিত মাটি টানা অবৈধ স্টিয়ারিং ট্রলির ধাক্কায় সুমাইয়া নামে (৫) এক শিশু নিহত হয়েছে। 

গতকাল বুধবার (৭ জুন) দুপুর ১টার সময় উক্ত দুর্ঘটনা ঘটে। সুমাইয়া পাাটুয়াকান্দি গ্রামে দিনমুজুর মোঃ মরজেম আলীর দ্বিতীয় কন্যা। এলাকাবাসী স্টিয়ারিং ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়। স্টিয়ারিং ট্রলিটি জুনিয়াদহ ইউপির হাসানুজ্জামান হাসান চেয়ারম্যানের এইচএসবি ইট ভাটায় মাটি সরবরাহ কাজে নিয়োজিত ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এসময় বেপরোয়া গতির অবৈধ

স্টিয়ারিং ট্রলিটি তাকে চাপা দিলে চালক পালিয়ে যায় এবং সুমাইয়া ঘটনাস্থলেই  নিহত হয়।

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনা স্থান থেকে ঘাতক স্টিয়ারিং ট্রলি কে জব্দ করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে। তবে শিশু বলে পোস্ট মর্টেম করা হবে না।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৭,২০২৩//