জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্প (গভঃ রেজি নং- ৩২৬৮/২১) উদ্বোধন ও অসহায় দরিদ্রদের মাঝে হুইল চেয়ার এবং নলকূপ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১২ইং ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভেড়ামারা সরকারি মহিলা কলেজের পূর্ব পাশে অফিসার উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া উপজেলা কো অর্ডিনেটর মোঃ আবু হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রকল্প পরিচালক এম.এ.এইচ হাশেম।
ভেড়ামারা ফিল্ড অফিসার সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাগড় হোসেন পবন, আল-হেরা একাডেমির সাবেক শিক্ষক আব্দুল রসিদ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব রুহুল আমিন ইমরোজ, পৌর ফিল্ড অফিসার অন্তর ইসলাম প্রমূখ।