Print Date & Time : 2 July 2025 Wednesday 4:42 pm

ভেড়ামারায় দুস্থদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৯শে জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় পৌর ২ নং ওয়ার্ড নওদাপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলা কার্যালয়ে এক হাজার অসহায়, শীতার্ত, দুস্থ, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত সভায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, সাবেক সদস্য কুষ্টিয়া জেলা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক অবিভক্ত ঢাকা মহানগর মহিলাদল ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ মিন্টু, জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক নয়ন হোসেন।

ধরমপুর ইউপি বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার আহ্বায়ক সদস্য আশরাফুল খান রফিক, জেলা কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম, সাবেক সভাপতি উপজেলা কৃষক দল মধু মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিলন খান প্রমূখ।