কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার সকাল ১১ টার সময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ কেজি করে মোট ১৯০ জন মহিলাকে চাল বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, চাঁদগ্রাম পরিষদের সচিব কাজী তৌহিদুজ্জামান শাকিল, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম মন্টু, ইউপি সদস্য – কারিবুল ইসলাম রনি, মঞ্জুর আহমেদ ভুট্টো, আজমল হোসেন, মানিক শাহ, শাহীন, মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য- তাহেরা খাতুন, শেফালী খাতুন, সুজাতা খাতুন প্রমুখ।
উল্লেখিত, ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নে নিরাপত্তা বেষ্টনীর অধীনে ডি ডাবলু বি কার্যক্রমের অংশ হিসেবে দুই বছরের জন্য সুবিধাভোগী ও দুস্থ মহিলাদের প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় চাঁদগ্রাম ইউনিয়নে মোট ১৯০ জন মহিলাকে চাল বিতরণ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post