ভেড়ামারা প্রতিনিধি:কুষ্টিয়া ভেড়ামারায় প্রতি বছরের ন্যায় আনন্দমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারি) পৌরসভার কুন্ডুপাড়ায় স্বরস্বতী পূজা পন্ডপে বিদ্যা, জ্ঞান ও সংগীতের দেবী স্বরস্বতী পূজার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখা যুগ্ম সাধারন সম্পাদক শ্রী অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাংবাদিক প্রদীপ কুমার সরকার, যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জয় বিশ্বাস, ভেড়ামারা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, অর্জুন কুন্ডু, বিপ্লব কুন্ডু, নরেশ সিংহ রায়।
এসময় ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধীষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী স্বরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগনিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবী চরণে প্রণতি জানান তারা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ফেব্রুয়ারী ২০২৪