ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ২,৮৮,০০০ (দুই লক্ষ আটাশি হাজার) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার ভেড়ামারা থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ভেড়ামারা থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২,৮৮,০০০ (দুই লক্ষ আটাশি হাজার) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত রাসনা বিড়িসহ আসামী ১। মোঃ ইজাজ উদ্দিন (৫৫), পিতা-মৃত আমজাদ প্রামানিক, গ্রাম-গোলাপনগর বাজারপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-১২, তারিখ-১৫/১১/২০২৪ খ্রিঃ ধারা-25A(b) The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।
এহ/16/11/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post