ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল টিকটিকি পাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙন পরিদর্শন উপজেলা প্রশাসন।
রবিবার (১৩ই অক্টোবর) বিকেলে পদ্মানদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আলামিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বিশু, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী।
বাহিরচর ইউনিয়নের বারোমাইল টিকটিকি পাড়ায় নদী ভাঙ্গন পরিদর্শন শেষে ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
প্রিন্ট করুন
Discussion about this post