Print Date & Time : 10 May 2025 Saturday 5:39 pm

ভেড়ামারায় নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সাথে মতবিনিময় সভা করেছেন ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

গতকাল রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে ভেড়ামারার আইনশৃঙ্খলা সহ নানা বিষয়ে আলোচনা উঠে আসে।

দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রেজাউল করিম নেতৃত্বে বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে প্রবেশ করেন এক ঝাঁক সাংবাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের উপস্থিতি দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মাসুদ করিম, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, দৈনিক সমকাল আজিজুল হাকিম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফিরোজ মাহমুদ, দৈনিক জনবানী প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি এস এম রওনক, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাকিল হোসেন, সাংবাদিক ফয়জুল কবীর মিলন, দৈনিক আজকের আলোর নোমান জহির রাজা, দৈনিক লালন কণ্ঠের জহিরুল কবির নবীন, দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি মনোয়ার হোসেন মারুফ, দৈনিক স্বতঃকন্ঠ ও দেশতথ্য পত্রিকার প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক মাটির পৃথিবীর মাসুদ রানা, দৈনিক কৃষি কন্ঠের রাসেল আহমেদ, সাপ্তাহিক অন্ধকার জগতের সহ-সম্পাদক মোহন ইসলাম,  সাপ্তাহিক দৌলতপুর বার্তার প্রতিনিধি শামিমুল হক শামীম, এবিসি ন্যাশনাল নিউজের মেহেদী হাসান জ্যাকি, দৈনিক সত্য প্রকাশের বাবুল আখতার, দৈনিক দেশের বাণীর রাজু আহমেদ, দৈনিক মানবাধিকার প্রতিদিনের উজ্জল হোসেন, কুষ্টিয়ার মুখ প্রতিনিধি সরোয়ার হোসেন, মোস্তফা আহমেদ,সাপ্তাহিক অন্ধকার জগতের ভেড়ামারা প্রতিনিধি রাবিউল আল আমীন সম্রাট, ভিশন এসটিভির লিটনউজ্জান, এস এম ফয়সাল প্রমুখ।

এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম আইন শৃঙ্খলা সহ ভেড়ামারার উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ন অবদান রাখার আহবান জানান।