জাহিদ হাসান, ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদগ্রাম নওদাপাড়ার শুকুর আলীর বাক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে প্রধান আসামী আছান মন্ডল (৫০) কে আটক করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুকুর আলীর বাক প্রতিবন্ধী মেয়ে গত ৯ই নভেম্বর শনিবার পূর্ব নওদাপাড়ায় তার খালু মোঃ লাল মৃধার বাড়ীতে বেড়াতে যায় এবং তার খালুর বাড়ীর পাশে একটি বিবাহ অনুষ্ঠানে ছেলে মেয়েদের গানবাজনা দেখে বাড়ী ফেরার পথে বিকেল ৪টায় নওয়াপাড়া ক্লিকমোড় থেকে নওদাপাড়া বাসিন্দা মৃত বুধু মন্ডল ছেলে আছান মন্ডল (৫০) সহ অজ্ঞাতনামা আরো ০১ জন মোটরসাইকেলে করে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
সন্ধ্যায় মেয়ে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। পরের দিন ভোর ৬টায় এলাকা বাসি ভেড়ামারা রেলওয়ে ওভার ব্রীজের পাশে তাকে পরে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। সেখান থেকে মেয়েকে উদ্ধার করে বাসায় নিয়ে আসলে। তার শারীরিক অবস্থা ভাল না থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
বাবা শুকুর আলী জানান, মেয়েকে উদ্ধারের পরে তার শরীরে আঙ্গুলের দাগ ও শারীরিক নির্যাতনে চিহ্ন দেখতে পায়। উদ্ধারের সময় মেয়ে ঠিকমত হাঁটা চলাচল করতে পারছিল না। সে এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নওদাপাড়ার মৃত বুধু মন্ডলের ছেলে আছান মন্ডল আমার জন্মগত প্রতিবন্ধী মেয়েকে অপহরণ করে তার উপর শারীরিক নির্যাতন করেছে। আমি তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার দাবী করছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গত ১০ই নভেম্বর শুকুর আলীর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বাক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনায় সোমবার আছান মন্ডলকে আটক করা হয়েছে।
এহ/11/11/24/ দেশ তথ্য
Discussion about this post