জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমী স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩রা ডিসেম্বর) সকাল ১১টা বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভেড়ামারা শাখার ম্যানেজার আমিনুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব ও আল- হেরা মডেল একাডেমীর প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরু।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, বিনামূল্যে চিকিৎসালয় এর চেয়ারম্যান সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজামাল, মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক বাবলু মোস্তাফিজ, জাহিদ হাসান।

Discussion about this post