শাহ্ জামাল, ভেড়ামারা কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত প্রধান শিক্ষক আবু তাহের’র উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও হামলাকারী মিন্টু ও সোহেল বাহিনীর ক্যডারদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে ধরমপুর ইউনিয়ন বিএনপি।
হামলার মূল ঘটনা আড়াল করতে বিএনপির নেতাকর্মীদের নামে চরম মিথ্যাচারও নিন্দা জানানো হয় সাংবাদিক সম্মেলনে।
লিখিত বক্তব্য তুলে ধরেন ধরমপুর বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার।
এসময় ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত প্রেস বিফ্রিং এ বলা হয়, গত ১৬ ডিসেম্বর মহন বিজয় দিবসের দিনে ভেড়ামারার সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দাওয়াত না দেওয়ার অভিযোগ এনে একাধিক মামলার আসামি মোস্তাক আহমেদ মিন্টু, তার ভাই সোহেল এবং তার বাহিনী আচমকা প্রধান শিক্ষক আবু তাহের’র উপর নৃশংস হামলা চালায়।
এঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই দিনই মেইন রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষোভকারীরা মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল এবং তার পোষ্য ক্যাডারদের গ্রেফতারের দাবি জানায়। কিন্তু এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মিন্টু তার ক্যাডারদের সাথে নিয়ে কিছু সংখ্যক সাংবাদিকদের ডেকে সাংবাদিক সম্মেলন করে চরম মিথ্যাচার করে। আমি ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল সরকার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু’র নাম উল্লেখ করে মিথ্যা, ষড়যন্তমুলক ও কুরুচিপূর্ন বক্তব্য রাখেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোস্তাক আহমেদ মিন্টু তথাকথিত বিএনপি নেতাসম্প্রতি ধরমপুরের এক হতদরিদ্র মানুষের বাড়ি ঘর ভাংচুর, লুটপাট এর মামলা রেকর্ড হয়েছে তার বিরুদ্ধে ।দ্রুতমোস্তাক আহমেদ মিন্টু, সোহেলদের আটক করে দ্রুত আইনের আওতার আনার দাবি জানাচ্ছি।
এবি//দৈনিক দেশতথ্য //ডিসেম্বর ১৯,২০২৪//