জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন কুষ্টিয়া- ২ (ভেড়ামারা- মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
গতকাল মঙ্গলবার (৯ই জুলাই) সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০২৩-২৪ অর্থবছরের ২০২৪-২৫ মৌসুমে তুলার আবাদ উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোয়দ কর্মসূচির আওতায় ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলা বীজ রাসায়নিক সার বালাইনাশক বৃদ্ধি নিয়ন্ত্রক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
এসয় তিনি বলেছেন, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে, এরফলে কৃষক ও কৃষির উন্নয়ন ঘটবে। কৃষি সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, কৃষি বান্ধব সরকার কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর কৃষির উন্নতি হলে দেশ আরো সমৃদ্ধ হবে। ভেড়ামারায় তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলবীজ, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, কুষ্টিয়া জেলা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান শেখ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেড়ামারা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল বিশ্বাস সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জুলাই ২০২৪