জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা প্রোসিড স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তাপস কুমার পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কফেজাননেসা ও হাজি নিয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, আল হেরা মডেল একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট লেখক গবেষক হাসানুজ্জামান খসরু, বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শাহেদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মোঃ রবিউল ইসলাম। এছাড়া উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পরিচালক সাজেদুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে ফারিপ্তা জামান অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন। শিক্ষকদের পক্ষ থেকে মোঃ রোকনুজ্জামান স্বপন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন তারেক আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এছাড়া প্রথাগত নিয়ম অনুযায়ী অতিথিদেরকে ব্যাস পরিধান করিয়ে দেয়া হয়। আলোচনা সভার শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
সেই সাথে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৫,২০২৪//

Discussion about this post