জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব ১৭) টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল সোমবার (১৫ই জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব ১৭) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, এসময় তিনি বলেন, সমাজে মাদক মুক্ত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই।
তাই আসুন মাদককে না বলি সুস্থ শরীর রাখতে হলে খেলাধুলা করি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা মহসিন আল মুরাদ, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ডাক্তার মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ভেড়ামারা থানা ওসি ( তদন্ত) লুৎফর রহমান, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান, ভেড়ামারা পৌরসভার কাউন্সিলর ও বাহিরচর ইউনিয়ন পরিষদের মেম্বার সহ উৎসব জনতা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ জুলাই ২০২৪

Discussion about this post